চুয়াডাঙ্গায় গণপরিবহন শপিংমল ও কাঁচাবাজারে ডিসি-এসপির আকস্মিক অভিযান

যাত্রী পরিবহনে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গণপরিবহন, শপিংমল ও কাচাবাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখতে আকস্মিক বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসন ও জেলা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম শহরের বড়বাজার এলাকা ঘুরে দেখেন।

এসময় পরিবহনগুলোতে যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের সঠিক ব্যবহারে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া যাত্রীবাহী পরিবহনে নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে যাত্রীবহন, নির্ধারিত মূল্যে (ভাড়া) টিকিট সরবরাহ করা হচ্ছে কী-না যাচাই করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে পরিদর্শন টিমের সদস্যরা শহরের বিভিন্ন বিপনী বিতানগুলো ঘুরে দেখেন এবং ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সর্তক করেন। এ সময় মুখে মাস্ক না থাকায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের অর্থদ- প্রদান করেন।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, সরকারি নিদের্শনা না মানলে আইনের কঠোর প্রয়োগ করা হবে। কোনভাবেই শিথিলতা বরদাশত করা হবে না। পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, করোনা সর্তকতায় জেলা পুলিশ বিরামহীনভাবে কাজ করছে। জীবনের ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত কাজ করে যাবে পুলিশের প্রতিটি সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ, সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান প্রমুখ।

 

Comments (0)
Add Comment