চুয়াডাঙ্গায় বাংলাদেশ মানবাধিকারক মিশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশনের দ্বি-বার্ষিক (২০২০-২০২১) জেলা কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় ২৯ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের পরিচিত পর্ব, কমিশনের কার্যক্রম সম্পর্কে আলোচনা, শপথ গ্রহণ ও বিবিধ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন নবগঠিত কমিটি বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। সভা সঞ্চালনায় ছিলেন প্রচার সম্পাদক সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আইনবিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের পরিচিত করেন নির্বাহী সভাপতি প্রফেসর (অব.) এসএম ই¯্রাফিল। নতুন কমিটির নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা কমিটির সহসভাপতি নুরুল ইসলাম মালিক। সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ, কমিটির যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, ডা. শামীম কবির ও আবু জাফর, অর্থ সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুস সামাদ ও অ্যাড. রফিকুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক নুঝাত পারভীন বক্তব্য রাখেন।
সভায় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন স্বেচ্ছাসেবক সংগঠন। প্রতিষ্ঠান চালাতে হলে অফিস লাগবে। সাইনবোর্ড লাগবে। অফিসটি এমন জায়গায় হওয়ার দরকার যেখানে সকলের নজরে আসবে। মানবাধিকার কমিশন দাম্পত্য কলহ, যৌতুক বিরোধী, অর্থ আত্মসাৎ, মানহানী, হয়রানি, চুরি-ডাকাতি, নারী নির্যাতন ও অপহরণসহ যেকোনো ধরনের মানবতাবিরোধী কার্যক্রম চালাবে। আপনাদের সহযোগিতা পেলে সংগঠন এগিয়ে যাবে। আমরা সুপ্রতিষ্ঠিত হবো।
প্রসঙ্গত. গত ৭ জুলাই বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার।

Comments (0)
Add Comment