জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ ৯ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য গোলাম পরওয়ারসহ ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রাষ্ট্রবিরোধী বৈঠকে অংশ নেয়ার অভিযোগে গতকাল সোমবার সন্ধ্যার পর তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার আসাদুজ্জামান বলেন, ‘জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দলের দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল রয়েছে। তারা সরকারবিরোধী একটি বৈঠকে অংশ নিয়েছিলেন। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে, যেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের কাছে যেসব আলামত পাওয়া গেছে, সেগুলো রাষ্ট্রবিরোধী কর্মকা- বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে।’
জামায়াতের মজলিসে শুরার একজন সদস্য জানান, আটকদের মধ্যে দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার ছাড়াও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, ইজ্জত উল্ল্যাহ ও মোবারক হোসাইন এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত রয়েছেন। তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকায় এক বাসায় বৈঠকের সময় শাদা পোশাকধারী শুলিশ এসে ঘিরে ফেলে। পরে তাদের আটক করে নিয়ে যায়। ২০২০ সালে নির্বাচন কমিশনের নিবন্ধনহীন দল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন গোলাম পরওয়ার। তিনি ২০০১ সালে খুলনার ফুলতলা-ডুমুরিয়া আসন থেকে জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন, পরওয়ার, রফিকুল, আযাদসহ দলের সাত নেতা এবং তিন কর্মীকে আটক করেছে পুলিশ। অবিলম্বে তাদের মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তিনি।

Comments (0)
Add Comment