ঝিনাইদহে ছয়মাসের বাছুর প্রতিদিন দুধ দিচ্ছে ৩০০ গ্রাম

ঝিনাইদহ প্রতিনিধি: মায়ের দুধ খাচ্ছে, আবার নিজেও দুধ দিচ্ছে। ছয়মাসের একটি বাছুরের দুধদুয়ে দুধপাওয়া দেখে স্থানীয়দের অনেকে এ মন্তব্য করেছে। ঘটনাটি ঘটছে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মহাদেবপুর গ্রামে।

বাছুরের নাম দেয়া হয়েছে সরস্বতী। গরুর মালিক প্রতিদিন গাভী গরু থেকে ৩ কেজি আর বাছুর ৩০০ গ্রাম করে দুধ পাচ্ছেন বলে দাবি করলেও পশু চিকিৎসকদের অভিমত ভিন্ন। গাভী বাছুরের যৌথ দুধ দিচ্ছে বলে প্রচার চালিয়ে এলাকাবাসীকে বোকা বানানোর অপচেষ্টা চলছে বলেও অভিমত অনেকের। কেনোনা, বাছুর গরু যে দুধ দিচ্ছে বলে দাবি করা হচ্ছে সেটা স্বাভাবিক কোন ঘটনা নয়। বাছুর রোগাক্রান্ত হতে পারে। পশু চিকিৎসকের নিকট গেলে এরকমই অভিমত ব্যাক্ত করে ওষুধ দেয়ার কথা বলেছেন। অবশ্য তা নিয়েও গ্রামে দ্বিমত দেখা দিয়েছে। বাছুর থেকে পাওয়া দুধ মন্দিরে দেয়ার পরামর্শ দেন। প্রথম কয়েক বাছুরের দুধ তারা খেয়েছেন। এখন মন্দিরে দিচ্ছেন। কালীগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা এএসএম আতিকুজ্জামান বলেন, হরমোনজনিত সমস্যার কারণে অনেক সময় এটা হতে পারে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। অল্প দিনেই এটা বন্ধ হয়ে যাবে।

 

Comments (0)
Add Comment