ড. ইউনূস ইসরায়েলকে টাকা দিয়েছেন এ তথ্যটি ভুয়া : প্রেস উইং

স্টাফ রিপোর্টার: ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দিয়েছেন’, এই তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল রোববার চিফ অ্যাডভাইজারস প্রেস উইং ফ্যাক্টস নামের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানানো হয়। পোস্টে বলা হয়, মুফতি আলাউদ্দিন জিহাদী নামের এক বক্তা সম্প্রতি কোনো এক বয়ানে দাবি করেছেন ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দিয়েছেন’। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা এই বক্তব্যটির প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এতে বলা হয়, এই ধরনের মিথ্যা ও বানোয়াট প্রচারণা মূলত ড. ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলমান যে সংঘবদ্ধ ষড়যন্ত্র ও অপপ্রচার, তারই অংশ।