দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৮৫ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ৬ জনের মৃত্যু এবং ৩২৯ জন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২১ হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৭৫। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৫২। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। গত ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনায় ২৮ হাজার ৩১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৩০ জন এবং নারী ১০ হাজার ১০১ জন। গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৯ হাজার ৭১০। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৬৭ জন সুস্থ হয়েছেন।

Comments (0)
Add Comment