দেশে করোনায় একদিনে আরও ১৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমণ ধরা পড়েছে আরও ৫৪৩ জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে গত একদিনে দেশে সেরে উঠেছেন আরও ৭০১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে উঠলেন। গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৪৫৬ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৬৮ শতাংশের বেশি। আর যে ১৪ জন মারা গেছেন, তাদের ৬ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সারাদেশে মোট ২৩ হাজার ১৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৯ লাখ ৯৮ হাজার ৫৪৪টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২ দশমিক ৩৫ শতাংশ, যা আগের দিন ২ দশমিক ৫৮ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৬৪ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ৬ জন বাদে চট্টগ্রাম বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ১ জন এবং রংপুর বাসিন্দা ছিলেন ১ জন।

Comments (0)
Add Comment