নাটুদাহ পুলিশ ক্যাম্পের জমি সম্প্রসারণ ও পাঁচিল নির্মাণের সীমানা নির্ধারণের লক্ষ্যে আলোচনা

কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ পুলিশ ক্যাম্পের জমি সম্প্রসারণ ও পাঁচিল নির্মাণের সীমানা নির্ধারণের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে করোনা ভাইরাস সংক্রমণে প্রতিরোধমূলক সকল নির্দেশনা ও দূরত্ব বজায় রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় নাটুদহ পুলিশ ক্যাম্পে দীর্ঘদিনের সীমানা পাঁচিল না থাকায় ঝুঁকি রোধকল্পে সীমানা পাঁচিল দেয়ার সিদ্ধান্ত ও জমি সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবু রাসেল (দামুড়হুদা-জীবনগর সার্কেল), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুজ্জামান লিটু, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল আলম খান জিহাদ, কার্পাসডাঙ্গা এমএম ফিলিং’র স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির, এসআই পলাশ, মনিরুজ্জামান, যুবলীগ নেতা রতন বিশ্বাস, মেহেদী হাসান মিলন, ইউসুফ প্রমুখ।

Comments (0)
Add Comment