প্রশিক্ষপ্রাপ্ত হাতি নিয়ে কার্পাসডাঙ্গার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি

 

শরিফ রতন: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার বিভিন্ন এলাকায় চলছে হাতি দিয়ে অভিনব চাঁদাবাজি। বাজারের বিভিন্ন দোকানে হাতি নিয়ে ভয় দেখিয়ে প্রতিটি দোকান থেকে ১০-২০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। দোকানের সামনে গিয়ে হাতির মালিক হাতিকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে টাকা হাতিয়ে নিচ্ছে। হাতিকে দেখে অনেক দোকানদার ভয়ে টাকা দিতে বাধ্য হচ্ছে। গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কার্পাসডাঙ্গা বাজার ও বিভিন্ন গ্রামের রাস্তায় ব্যারিকেড দিয়ে চাঁদা নেয়ার দৃশ্য দেখা গেছে।

ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, নানা রকম শব্দ করে ও নির্দেশ দিয়ে হাতিটি পরিচালিত করছেন। আর হাতি তার শুঁড় এগিয়ে দিচ্ছে দোকানদারের দিকে। কোনও দোকানদার স্বেচ্ছায়, কেউ কেউ ভয়ে তার শুঁড়ে বাড়িয়ে কিংবা গুঁজে দিচ্ছেন টাকা। টাকার পরিমাণ সন্তোষজনক না হলে হাতি আবার নারাজ হয়। তখন তার শব্দ আর শুঁড়ের নাড়ানাড়িতে ভয়ে দোকানদার আরেকটু বড় নোট বাড়িয়ে ধরে হাতিকে বিদায় করছেন। তবে হাতি দিয়ে এ ধরণের চাঁদাবাজি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে কার্পাসডাঙ্গার বিভিন্ন সড়কে চলন্ত মোটরসাইকেল, অটোভ্যান কিংবা বড় বড় যানবাহন থামিয়েও টাকা নিতে দেখা যায়। বিষয়টি দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছে কার্পাসডাঙ্গা বাজারের ব্যবসায়ীবৃন্দ।

 

Comments (0)
Add Comment