বাংলাদেশ সুপ্রীম কোর্টের তিন বিচারপতির মুজিবনগর পরিদর্শন

মুজিবনগর প্রতিনিধি: ব্যক্তিগত সফরে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের তিন বিচারপতি। এরা হলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মোহাম্মদ ইমাম আলী এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খায়রুল আলম। গতকাল শনিবার দুপুরে তারা মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌঁছুলে মেহেরপুর জেলা জজ এসএম আবদুস সালাম তাদের ফুল দিয়ে বরণ করেন। এরপর তারা মুজিবনগর যান এবং মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ শেষে মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক বাংলাদেশের মানচিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন মুরাল ও শাপলা চত্বরসহ বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন। পরে তারা নির্মানাধীন বাংলাদেশ ও ভারতের সংযোগ সড়ক ‘স্বাধীনতা সড়ক’ পরিদর্শন করেন। এ সময় তাদের সাথে ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, ওসি আব্দুল হাশেম প্রমুখ। এদিন বিকেলে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেন।

 

Comments (0)
Add Comment