স্টাফ রিপোর্টার: ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংবিধান সংস্কারের ব্যাপারে বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তার ভাষ্য, এ সংক্রান্ত কিছু সুনির্দিষ্ট প্রস্তাব ইতোমধ্যে কমিশন তৈরি করেছে, যার বেশ কয়েকটিতে দলগুলোর পূর্ণ সমর্থন মিলেছে। গতকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিছেন আলী রীয়াজ। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়েই কেবল আলোচনা নয়, বরং জাতীয় সংসদের কার্যক্রমে বিরোধীদলের অংশগ্রহণ বাড়ানো এবং নির্বাহী বিভাগে নজরদারির সুযোগ তৈরির দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে কমিশনের পক্ষ থেকে উল্লেখ করা হয়, জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ কয়েকটি কমিটিতে বিরোধীদলীয় এমপিদের সভাপতিত্ব নিশ্চিত করার প্রস্তাব।