ভুল ধারায় মামলা : মিরপুর থানার ওসিকে আদালতে হাজিরের নির্দেশ

কুষ্টিয়া প্রতিনিধি: ভুল ধারায় মামলা করায় কুষ্টিয়ার মিরপুর থানার ওসি আবুল কালাম আজাদকে স্বশরীরে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ আদেশ দেন। আগামীকাল ৭ অক্টোবর আদালতে স্বশরীরে হাজির হয়ে ‘কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না’ তার ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। মিরপুর থানায় একটি শিশু বলাৎকার মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু না করে পেনাল কোড ১৮৬০-এর ৩৭৭ ধারায় দায়ের করেন ওসি আবুল কালাম আজাদ।

আদালত সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর মিরপুর উপজেলার কামলামারী গ্রামে ১৩ বছরের একটি শিশু বলাৎকারের শিকার হয়। এ ঘটনায় শিশুর বাবা আনারুল শেখ বাদী হয়ে ওই দিনই মিরপুর থানায় একটি মামলা করেন। মামলায় তরিকুল ইসলাম নামে একজনকে আসামি করা হয়। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ৩৭৭ ধারায় রুজু করেন মিরপুর থানা পুলিশ।

হাইকোর্টের নির্দেশনাÑ ১৬ বছর পর্যন্ত ছেলে শিশু বলাৎকারের শিকার হলে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯(১) ধারায় রুজু করতে হবে। গত ১৩ আগস্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে এ সংক্রান্ত একটি চিঠি সারাদেশে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এরপরও মিরপুর থানার ওসি পেনাল কোডের ৩৭৭ ধারায় মামলাটি রুজু করেন। পুলিশ মামলার নথি আদালতে পাঠালে বিষয়টি বিচারকের নজরে আসে।

Comments (0)
Add Comment