মানিকগঞ্জ জেলা শহরের প্রবেশদ্বার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক বিভাজকের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এ ভোগান্তি নিরসনে সড়ক বিভাজক অপসারণ ও পুরোনো গোলচত্বর পুনর্নির্মাণের দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, পরিবহণ মালিক-শ্রমিকসহ কয়েক হাজার স্থানীয় বাসিন্দা এ কর্মসূচিতে অংশ নেন। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশজুড়ে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
এলাকাবাসীর অভিযোগ, আগে থেকেই বাসস্ট্যান্ড এলাকায় গোলচত্বর ছিল, যা দিয়ে জেলা সদরের দক্ষিণাঞ্চলের লাখো মানুষ সহজে যাতায়াত করতেন। প্রায় তিন বছর আগে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) গোলচত্বর ভেঙে সড়ক বিভাজক নির্মাণ করে। এরপর থেকে যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে নেমে আসে চরম ভোগান্তি।
ব্যবসায়ীরা জানান, বাসস্ট্যান্ড এলাকার উত্তরপাশে ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে। সাধারণ মানুষকে জেলা শহরে যেতে দীর্ঘ পথ ঘুরতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুই দিক দিয়েই ক্ষতির শিকার হচ্ছেন সবাই।
মানববন্ধনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার বলেন, সড়ক বিভাজকের কারণে মানিকগঞ্জ শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সাধারণ মানুষ পড়ছেন ভোগান্তিতে। ফুটওভার ব্রিজ থাকলেও বৃদ্ধ, নারী, শিশু ও প্রতিবন্ধীরা সেটি ব্যবহার করতে পারছেন না।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান বলেন, সড়ক বিভাজকের কারণে শহরকে কার্যত দুই টুকরো করে ফেলা হয়েছে। প্রতিদিন শিক্ষার্থী ও অফিসগামী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বক্তারা অবিলম্বে সড়ক বিভাজক অপসারণ করে পুনরায় গোলচত্বর নির্মাণ এবং দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে ফ্লাইওভার নির্মাণের জোর দাবি জানান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম বলেন, মানববন্ধনের বিষয়টি অবগত হয়েছি। জনগণের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।