মেহেরপুর জেলায় ভারি বর্ষণ ।। আরো ৪/৫ দিন বৃষ্টির সম্ভাবনা

গাংনী প্রতিনিধি:

মেহেরপুরে গতকাল বুধবার ভোরে ভারি বর্ষণ হয়েছে। ঘন্টাব্যাপী বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় ফসলের ক্ষয়ক্ষতির আশংকা করছেন চাষীরা।এদিকে গতকাল দেখা মেলেনি সূর্যের। সারাদিন মেঘলা আকাশ বিরাজ করলেও সন্ধ্যার পর আবারও শুরু হয় বর্ষণ।

গতকাল ভোর চারটা থেকে ঘন্টা ব্যাপী ভারি বর্ষণে নিন্মাঞ্চলে পানি জমে। বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় ক্ষেতের মরিচ, কলা, পাট ও সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশংকা দেখা দিয়েছে। এর আগে ঘুর্ণিঝড় আম্পানের তাণ্ডবে জেলায় আম, লিচু, কলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চুয়াডাঙ্গা আহবহাওয়া অফিস গেল ২৪ ঘন্টায় এ অঞ্চলে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আগামি ৪/৫ দিন এ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক বলেন, এ সময়টাতে ঝড়ের  সম্ভাবনা কম। মরিচ চাষী শিশিরপাড়া গ্রামের আব্দুল আলিম বলেন, এখন মরিচ গাছে ফুল আসছে। বাতাসে মরিচ গাছের গোড়া নড়ে গিয়ে বৃষ্টির পানি জমে যাচ্ছে। এতে মরিচ গাছ মারা যেতে পারে। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কামরুল হক মিঞা জানান, বৃষ্টিপাতের কারনে ফসলের ক্ষতি পোষাতে চাষীদের নানা পরামর্শ দেয়া হচ্ছে।

Comments (0)
Add Comment