রাজধানীর রামপুরায় বাসে আগুন

স্টাফ রিপোর্টার:রাজধানীর রামপুরার বিটিভির সামনে পার্কিং করা ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার কর্তব্যরত অফিসার এস আই পূর্ণ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা এ ধরনের খবর পেয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।’ এদিকে স্থানীয় লোকজন জানান, কে বা কারা আগুন দিয়েছে। হঠাৎ আমরা দাউ দাউ করে আগুন জলতে দেখে পুলিশকে খবর দিয়েছি।