রামগড়ে আগুনে পুড়ল দোকান, নিঃস্ব ৮ ব্যবসায়ী

খাগড়াছড়ি জেলার রামগড় পাতাছড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে গেছে ৮টি দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ২০ লাখ টাকার মালামাল ও সম্পদ ছাই হয়ে গেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদের সামনে রামগড়-জালিয়াপাড়া সড়কের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের আবুল মিয়ার কুলিং কর্নারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দোকানিরা কোনো মালামাল সরাতে না পারায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। মালামাল ও নগদ টাকা হারিয়ে অনেক ব্যবসায়ী একবারে নিঃস্ব হয়ে যান। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও দোকানগুলো রক্ষা করতে পারেনি।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।