শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরেরকে প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করা হলো। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। মাহফুজ আলম জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে শোকের মধ্যে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি উঠেছিল সোমবার থেকে। গতকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলেও এইচএসসি স্থগিত হবে কি না গভীর রাত পর্যন্ত সেব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। শিক্ষা সচিবের বাধার কারণেই পরীক্ষা স্থগিত করা যায়নি বলে খবর বেরোয়। এরপরই শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।