সংসদ নির্বাচনে দায়িত্ব পাবে না বিতর্কিত ৩ নির্বাচনের কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ আমলের তিনি বিতর্কিত নির্বাচনে যে সকল কর্মকর্তা দায়িত্ব পালন করেছে তাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দায়িত্ব না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) নেতৃত্বে সম্প্রতি অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র জানায়, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচনে কোনো ধরনের দায়িত্ব যাতে প্রদান না করা হয় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এটি বাস্তবায়নে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও পুলিশ অধিদফতর। বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের দায়িত্ব না দেয়া হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনবলের ঘাটতি হবে কিনা-জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, পর্যালোচনা ছাড়া এটা বলা কঠিন।