সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠে কঠোরতা দেখাচ্ছে মুজিবনগর উপজেলা প্রশাসন

আইন অবমাননায় ভ্রাম্যমাণ আদলতে ৩০ জনকে জরিমানা
মুজিবনগর প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠে কঠোরতা দেখাচ্ছে মুজিবনগর উপজেলা প্রশাসন। গত সোমবার ৫২ জন ও মঙ্গলবার ২৩ জনকে জরিমানার পর গতকাল বুধবারও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলেছে বিভিন্ন এলাকায়। সামাজিক দূরত্ব বজায় না রাখা, মাস্ক ব্যবহার না করা, জমায়েত করা ও বিকেল চারটার পর দোকান খোলা রাখার অপরাধে বিভিন্ন পেশার ৩০ জনের কাছ থেকে চার হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম উসমান গণি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দ- কার্যকর করেন। অভিযানের সময় পথচারী গরিব মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।
নির্বাহী অফিসার উসমান গণি বলেন, এখন আইনের প্রয়োগ কিছুটা শিথিল করে জরিমানা করছি সীমিত পরিসরে। এর পরেও যদি এ নিয়ম অমান্য করে অর্থাৎ মাস্ক না পরে অকারণে বাইরে আসে, তাহলে এ ক্ষেত্রে জেলও হতে পারে। এরপর আমরা কঠোরভাবে আইন প্রয়োগ করবো বলে ঘোষণা করেন তিনি।
গতকাল বুধবার বিকেল ৪ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। এসময় কেদারগঞ্জ, রতনপুর, মহাজনপুর, বাবুপুর, কোমরপুর, যতারপুর, শিবপুর ও গোপালনগরসহ বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ধরা পড়ে স্বাস্থ্যবিধি না মানা বিভিন্ন পেশার নানা বয়সী মানুষ। প্রাথমিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভ্রাম্যমাণ আদালত ৩০ জনকে দোষী সাব্যস্ত করে চার হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করেন। অভিযানে অনেকে মাস্ক কেনার আর্থিক অপারগতার কথা জানায়। তাদের হাতে বিনামূল্যে মাস্ক তুলে দেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী হাকিম উসমান গনি। অভিযানে সহায়তা করেন মুজিবনগর থানার এসআই আরিফুজ্জামান আরিফ।

Comments (0)
Add Comment