সারাদেশে আবারও গণটিকা দেয়া শুরু : প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে

স্টাফ রিপোর্টার: সারাদেশে আবারও গণটিকাদান শুরু হয়েছে। চীনা কোম্পানি সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার দেশের সব মেডিকেল কলেজ, জেলা ও সদর হাসপাতাল ও ২৫০ শয্যার হাসপাতালে সিনোফার্মের টিকাদান শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা দেয়া হবে। অন্যদিকে ফাইজারের টিকা দেয়া হচ্ছে ঢাকার সাতটি কেন্দ্রে। ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে প্রথম একার্যক্রম শুরু হয়। কিন্তু টিকা সংকট দেখা দিলে ২৫ এপ্রিল সে কর্মসূচি স্থগিত করা হয়। সে সময় টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছিলো। সম্প্রতি চীনের সিনোফার্ম এবং যুক্তরাজ্যের ফাইজার-বায়োএনটেকের টিকা আসার পর বুধবার আবারও কর্মসূচি শুরুর ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদফতর। সে অনুযায়ী দুই মাস ৭ দিন পর ফের শুরু হলো গণটিকাদান। তবে এখনও কিছু কিছু জায়গায় পুরোপুরি শুরু হয়নি। নতুন করে নিবন্ধন কার্যক্রম খুলে দেয়ার পর বুধবার পর্যন্ত টিকার জন্য ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন নিবন্ধন করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। ৪২ লাখ ৮৯ হাজার ২১২ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে ফাইজারের তৈরি ১ লাখ ৬২০ ডোজ এবং চীনের উপহার হিসাবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দেশে এসেছে, যা দিয়ে আবারও গণটিকাদান শুরু হলো।

 

Comments (0)
Add Comment