স্টাফ রিপোর্টার: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদ মাধ্যমে ‘সুমাইয়া জাফরিন’ নামে এক নারীকে বাংলাদেশ পুলিশের এএসপি বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই নামে কোনো নারী পুলিশ কর্মকর্তা নেই। গতকাল শনিবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে বাংলাদেশ পুলিশের দৃষ্টি আকর্ষিত হয়েছে। সবার বিভ্রান্তি নিরসনের জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ পুলিশে ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী কর্মকর্তা নেই। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বাছাইকৃত ক্যাডারদের প্রশিক্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন সাদেকুল হক সাদেক নামে এক সেনা কর্মকর্তা। খবরে বলা হয়, এই সেনা কর্মকর্তাকে সরাসরি সহযোগিতা করছেন তার স্ত্রী বাংলাদেশ পুলিশের সহকারী সুপার (এএসপি) সুমাইয়া জাফরিন। তারা দুজন বিনা নোটিশে ১৫০ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।