স্কুল-কলেজে ছুটি বাড়বে কিনা জানা যাবে বুধবার

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস মহামারীর চলমান লকডাউনের মধ্যে ২৯ মে পর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কিনা সেবিষয়ে বুধবার জানা যাবে। এবিষয়ে জানাতে বেলা ১২টায় শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে আসছেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন। সোমবার তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে’ শিক্ষামন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকার কয়েক দফা শিক্ষা প্রতিষ্ঠান চালুর পরিকল্পনা করলেও মহামারী পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়াতে হয়েছে। সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে এসে ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ খোলার ঘোষণা দিয়েছিলেন। তবে দ্বিতীয় দফায় সংক্রমণ বড়ায় ২৯ মে পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে।
এছাড়া শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতে না পারায় এসএসসি-এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়েও সিদ্ধান্তে আসতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়।

 

Comments (0)
Add Comment