হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপনে কিছু করার নেই : দুদককে ইসি

স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো চিঠির জবাবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ‘নবম জাতীয় সংসদ নির্বাচনে দেয়া শেখ হাসিনার হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগের বিরুদ্ধে এখন নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই।’ গতকাল শুক্রবার ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। আখতার আহমেদ বলেন, আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী এটাতে ইসির কিছু করার নেই। তিনি বলেন, আমাদের রিপ্লাই জানিয়ে দিয়েছি। দুদককে চিঠি পাঠিয়ে দেয়া হয়েছে। আমরা বলেছি, আরপিওর বিধানে ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। আরপিওতে এ ধরনের কোনো প্রভিশন নেই জানিয়ে দিয়েছি। গত ২২ মে নির্বাচন কমিশন সচিবকে দুদকের পাঠানো চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসিতে দাখিল করা হলফনামায় নিজের সম্পদের বিষয়ে অসত্য তথ্য দিয়েছেন।