হাসিনার চরিত্রে অভিনয় করা নিয়ে অনুশোচনা ছিলো না নুসরাত ফারিয়ার

স্টাফ রিপোর্টার: গণহত্যার দায়ে অভিযুক্ত দল আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি জড়িত ছিলেন না নুসরাত ফারিয়া। তবে ‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার পর বিভিন্ন সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। একবার তো এও বলে বসেছিলেন যে, ‘প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে।’ তখন থেকেই পতিত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী হিসেবে দেখা হয় নুসরাত ফারিয়াকে। যার জেরে গত রোববার ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আটক হন তিনি। পরে তাকে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।