১২ প্রাণহানীর পরও ইসি সচিব বললেন সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে

স্টাফ রিপোর্টার: নির্বাচনে প্রাণহানির ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের সমর্থকদের দায়ী করলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার। ভোট গ্রহণ শেষে বুধবার রাজধানীতে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘প্রার্থী ও তাঁদের সমর্থকেরা এর দায় নেবেন। আমরা বলছি না, দায় নির্বাচন কমিশনের না। (তবে) দায় যাবে প্রার্থী ও তাঁর সমর্থকের ওপরে।’
বিচ্ছিন্ন কয়েকটি কেন্দ্র ছাড়া উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দাবি করে হুমায়ুন কবীর খোন্দকার আরও বলেন, ৭০ শতাংশ ভোট পড়েছে বলে তাঁরা ধারণা করছেন।
ইসি সচিব বলেন, ‘আমরা প্রার্থীদের অনুরোধ জানাব, জয়ী বা পরাজিত হলে ফলাফল যেন মেনে নেন। তাঁরা যেন অতি আবেগপ্রবণ না হয়ে যান। এটিই আমাদের প্রত্যাশা।’ প্রাণহানির দায় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রণবহির্ভূত হওয়ায় নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাকে আইনবহির্ভূত কাজের জন্য গ্রেপ্তার করা হয়েছে।’

Comments (0)
Add Comment