চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে গরু চুরির অপবাদ : মারপিট

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ায় পূর্বশত্রুতার জেরে মিঠুন ও ওয়ালিদের বিরুদ্ধে গরু চুরির অপবাদ দেয়া হয়েছে। মিথ্যা দোষারোপের সাথে সাথে আব্দুল নামের একজনকে মারধরও করা হয়। উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া ফার্মপাড়ার ভিকুর ছেলে আব্দুল শুক্রবার রাতে তার একটি গরু চুরি হয়ে যায় বলে প্রচার করে। রাতেই গ্রামের সাহাবুলের ছেলে মিঠুন ও দাউদ মোল্লার ছেলে ওয়ালিদের বাড়িতে গিয়ে গরুর খোঁজ করে। এসময় মিঠুন ও ওয়ালিদ ঘরেই ঘুমাচ্ছিলো। তারা ঘরে ঘুমাচ্ছে দেখে অভিযোগকারী আব্দুল অবস্থা বেগতিক বুঝে সটকে পড়ে। অভিযোগ উঠেছে মিঠুন ও ওয়লিদকে গরু চুরির মিথ্যা অপবাদ দেয়ায় তারা আব্দুলকে ধরে মারধর করে এবং দড়ি দিয়ে হাত বাঁধে। খবর পেয়ে দুপুরের দিকে দর্শনা থানার তদন্ত ওসি শেখ মাহাবুবুর রহমান গ্রামে যান। আব্দুর রহমানের ছেলে জনি জনসম্মুখে বলেন, যাদের বিরুদ্ধে গরু চুরির অপবাদ দিচ্ছে তা গ্রামের কেউ বিশ্বাস করবে না। একটি সূত্র জানায়, পূর্ব থেকেই আব্দুলের পরিবারের সাথে মিঠুন ও ওয়ালিদের নারী ঘটিত একটি বিষয় নিয়ে বিরোধ আছে। সে ঘটনা দর্শনা থানায় বসে মিমাংসাও হয়। তারই জের ধরে আব্দুল নিজের গরু খুলে শুক্রবার রাতে ওয়ালিদের বাড়িতে হাঁটা হাটি করায় এবং গরু চুরির অপবাদ দেয়। এ ব্যাপারে ওসি মাহাবুবুর রহমান বলেন, মিথ্যা অপবাদ দিয়ে ছিলো সেটি পুলিশকে জানাতে পারতো। তাই বলে আইন হাতে তুলে নিয়ে কাউকে মারধর করা গুরুতর অপরাধ। তারপরও অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুল দর্শনা থানায় মামলা করার প্রক্রিয়া চালাচ্ছিলো বলে জানা গেছে।

Comments (0)
Add Comment