যুক্তরাষ্ট্র থেকে ইসিকে শিক্ষা নেয়ার আহ্বান বিএনপির

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগের সরকার বৈধ নয়, তারা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে বেআইনিভাবে গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে। গণতন্ত্রের সব সম্ভাবনাকে ধ্বংস করে ফেলেছে। কিন্তু এটা শেষ নয়। তাদের আজকে দেখা উচিত, তাদের এই নির্বাচন (যুক্তরাষ্ট্রের নির্বাচন) থেকে শিক্ষা নেয়া উচিত আওয়ামী লীগের এবং যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তাদের- যে নির্বাচন কমিশন কাকে বলে? সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আপনারা (সরকার) তো অন্ধকারে আছেন। দেখতে পারছেন না আপনার চারদিকে কি অবস্থা, মানুষের মধ্যে কি চলছে, তাদের চোখের ভাষা আপনারা পড়তে পারছেন না, দেওয়ালের লিখন আপনারা দেখতে পারছেন না। আপনারা সেই অন্ধকার গহ্বরের মধ্যে বাস করছেন। সেই সঙ্গে দেশকে টেনে নিয়ে গেছেন ওদিনকে, জাতিকে টেনে নিয়ে গেছেন ওদিকে।

Comments (0)
Add Comment