এই ভয়ংকর ঘটনার দায় কে নেবে: পিয়া জান্নাতুল

মডেল, উদ্যোক্তা, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুল উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ছাত্রছাত্রীদের মৃত্যুতে শোক জানিয়েছেন। সেই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেও তিনি বলেছেন, এই ভয়ংকর ঘটনার দায় কে নেবে, উত্তর দরকার।

রাজধানীর উত্তরায় গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়।

অনেক শিশুর প্রাণহানি ও হতাহতের ঘটনায় শোকাহত পুরো দেশ। অন্যদের পাশাপাশি এমন মর্মান্তিক ঘটনায় শোকে মুহ্যমান শোবিজ তারকারাও। বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানানোর পাশাপাশি এমন ভয়ংকর ঘটনায় ক্ষোভ জানিয়েছেন মডেল পিয়া জান্নাতুল।

সামাজিক মাধ্যম ফেসবুক একটি পোস্টে গতকাল মঙ্গলবার (২২ জুলাই) অভিনেত্রী লিখেছেন, মাইলস্টোন স্কুলে কালকের ভয়ংকর বিমান দুর্ঘটনায় কতগুলো নির্দোষে প্রাণ ঝরে গেল। ছোট ছোট শিশু, শিক্ষক-শিক্ষিকা, মা, পথচারী এক ঝলকে সব পুড়ে শেষ।

ক্ষোভ জানিয়ে পিয়া জান্নাতুল লিখেছেন, এই ভয়ংকর ঘটনার দায় কে নেবে, সরকার, বিমান কর্তৃপক্ষ? নাকি এটাও অন্য অনেক ঘটনার মতো ধীরে ধীরে ভুলে যাবে সবাই? উত্তর দরকার, দায়িত্ব দরকার, নিরাপত্তা দরকার, শুধু আজকের জন্য না, আমাদের সন্তানদের এবং আমাদের ভবিষ্যতের জন্য বলে জানান অভিনেত্রী।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।