বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় একসময়ে ছোটপর্দায় নিয়মিত অভিনয় করতেন। পরে সিনেমাতেও নাম লেখান। রুপালি পর্দায় তেমন ভালো করতে না পারায় ছোট-বড় দুই পর্দায় অভিনয় থেকে দূরে সরে যান তিনি।
অবশেষে টিভি পর্দায় নতুন করে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাকে। উপস্থাপক হিসাবে বেশ সফলতা পান এ অভিনেতা। গত পাঁচ বছরে সঞ্চালক হিসেবে জয় অর্জন করেন তুমুল জনপ্রিয়তা। উপহার দেন ‘সেন্স অব হিউমার’, ‘৩০০ সেকেন্ড’সহ আরও একাধিক জনপ্রিয় শো।
অভিনয় ছাড়াও নানা বিষয়ে তাকে সরব থাকতে দেখা যায় সামাজিক মাধ্যমে। মনের ভেতরে যে কথা থাকে, সে কথা তিনি অকপটে মানুষের সামনে তুলে ধরেন। বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিনিয়ত কথা বলতে দেখা যায় জয়কে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে জয় লিখেছেন, আওয়ামী লীগের আমলে কারও নাম তারেক হওয়া কিংবা এ সময় কারও নাম জয় হওয়া, এর মতো বিড়ম্বনা আর কিছুতেই নেই।
এ অভিনেতার এমন পোস্টকে হাস্যরস হিসেবেই দেখছেন ভক্ত-অনুরাগীরা। তার বক্তব্যের সঙ্গেও নেটিজেনরা একমত প্রকাশ করেছেন। কেউ কেউ তার নাম উল্লেখ করে মজার ছলে মন্তব্য করেছেন। এক নেটিজেন লিখেছেন, ভাই আপনি মনে হয় মহা মুসিবতে আছেন ।
আরেক নেটিজেন লিখেছেন, আপনার নামের বাকি অংশ কই? অন্য আরেক নেটিজেন লিখেছেন, আমি আমার ছেলের নাম জয় রেখেছিলাম ২০১৩ সালে। মৃত্যুর আগে পর্যন্ত সেটাই থাকবে ইনশাআল্লাহ। এই নাম সবসময় জয়ীদের নিশানা।