বড় মেয়ের জন্মদিনে সুস্মিতা সেনের আবেগঘন পোস্ট

বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন বিয়ে করেননি ঠিক, কিন্তু দুই সন্তানের গর্বিত মা। একজন সুন্দর মনের মানুষও এ অভিনেত্রী। দুই কন্যাসন্তান রেনে ও আলিশাকে বুকে আঁকড়ে বড় করেছেন তিনি। জন্মদাত্রী মা না হয়েও তিনি দুই কন্যাসন্তানের মা হয়েছেন।

২০১০ সালে দত্তক আলিশাকে নিলেও রেনেকে সুস্মিতা দত্তক নিয়েছিলেন ২০০০ সালে। রেনের ২৫তম জন্মদিনে সামাজিক মাধ্যমে আবেগতাড়িত পোস্ট শেয়ার করলেন সুস্মিতা সেন। অভিনেত্রীর এ পোস্ট দেখে মন ভিজে গেল নেটিজেনদের।

সুস্মিতা যে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তার প্রথমটি ভীষণ ভীষণ মিষ্টি একটি ছবি। মাকে জড়িয়ে ধরে রয়েছে ছোট্ট রেনে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, রেনের কোলে রয়েছে আলিশা। তৃতীয় ছবিতে বিছানায় শুয়ে দুই মেয়ের সঙ্গে খুনসুটি করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

চতুর্থ ছবিটি বেশ পুরোনো। তখন দুই মেয়েই ছোট। পঞ্চম ছবিতে দুই মেয়ের পাশাপাশি ছবি তুলতে দেখা যায় অভিনেত্রীকে। ষষ্ঠ ছবিটিও দুই বোনের ভালোবাসার প্রতিচ্ছবি। পরের ছবিটি দেখে যেন মনে হবে আক্ষরিক অর্থে রেনে সুস্মিতা সেনের মেয়ে।

রেনের প্রাণ খোলা হাসি দেখে আপনারও মন জুড়িয়ে যেতে বাধ্য। পরের বেশ কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, রেনের বর্তমান সময়ের ছবি। এখন যে সে রীতিমতো সুন্দরী তরুণী, তার প্রমাণ এ ছবিগুলোই।

ছবিগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করে সুস্মিতা লিখেছেন—শুভ জন্মদিন আমার প্রথম ভালোবাসা। ঈশ্বরের সব থেকে মূল্যবান উপহার, যা আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছে। তুমি যতটা ভালোবাসা দিয়েছো, তার থেকে অনেক বেশি ভালোবাসা তুমি পাও এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি।

সাবেক এ বিশ্বসুন্দরী আরও বলেন, তোমার সব স্বপ্ন যেন পূরণ হয়। এটা তোমার বছর। তোমার জন্য আমি চিরকাল গর্বিত। জীবনে জয়ী হও। চলো উদযাপন করি। তুমি শুধু একজন সেরা সন্তান নও, একজন সেরা দিদিও।

উল্লেখ্য, জীবনে বেশ কয়েকবার প্রেম এলেও এখনো সিঙ্গেল জীবন অতিবাহিত করছেন অভিনেত্রী সুস্মিতা সেন। ললিত মোদি থেকে শুরু করে রহমান শোল— একাধিক মানুষের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সুস্মিতা। কিন্তু বিয়ের পিঁড়ি অবধি এগোয়নি কোনো সম্পর্ক।