মালয়েশিয়ার রাস্তায় ছেলে পদ্মের সঙ্গে পরীমনি, ভাইরাল আনন্দঘন মুহূর্ত!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি বর্তমানে একমাত্র ছেলে পদ্মকে নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন। উইজার্ড শোবিজের আয়োজনে এই সফরে তিনি দেশ ছাড়ার মুহূর্ত থেকে শুরু করে মালয়েশিয়ায় পৌঁছানো পর্যন্ত বিভিন্ন আপডেট সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন। সম্প্রতি তিনি মালয়েশিয়ার রাস্তায় ছেলের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তের ছবি প্রকাশ করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়।

গতকাল রোববার (৬ জুলাই) রাতে ফেসবুকে পোস্ট করা একগুচ্ছ ছবিতে দেখা যায়, সাদা টাওয়েল জ্যাকেট ও কালো ইননারে ধরা দিয়েছেন অভিনেত্রী। খোলা চুলে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে তাকিয়েছেন; আর সেখানে যেন ধরা পড়েছে এক অন্যরকম পরীকে। আর তা দেখেই পোস্টের মন্তব্যের ঘরে রীতিমতো বয়ে যায় ভক্ত-অনুরাগীদের আলোচনা-সমালোচনার ঝড়।

সেই পোস্ট দেখেই বোঝা যায়, কতটা ঝড় তুলেছেন নায়িকা। তার কারণ সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। আর মাত্র ১৪ ঘণ্টায় প্রতিক্রিয়া পড়েছে ৭২ হাজারের বেশি, মন্তব্য ৮ হাজারেরও বেশি। মন্তব্যের ঘরে তার অনুরাগীরা প্রশংসা ও ভালোবাসায় ভরিয়ে দেন।