মিষ্টির কথায় কেন বারবার শাকিব প্রসঙ্গ?

স্টাফ রিপোর্টার:ঢালিউড অভিনেতা শাকিব খান তার একের পর এক সিনেমা বক্স অফিসে ঝড় তুলছে। ব্যক্তিগত জীবনেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে বিতর্কের ঝড়। গুঞ্জনের অন্ত নেই। এমনিতেই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গে দাম্পত্য এবং তাদের সম্পর্কের রসায়ন নিয়ে গুঞ্জন থেমে নেই। এর মাঝেই আগমন তৃতীয়জনের।

শাকিব খানকে নিয়ে কয়েক দিন ধরে ফের বেশ আলোচনায় অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি শাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা গেছে অভিনেত্রীকে। একফ্রেমে বন্দি সেলফিতেও। মাস কয়েক আগে অভিনেতার সঙ্গে ফ্লাইট থেকে একটি ছবি তুলে আলোচনার জন্ম দেন মিষ্টি জান্নাত।

সেই সময় ক্যাপশনে মিষ্টি জান্নাত লিখেছিলেন—‘লাভ লাভ’। এরপরই নেটিজেনদের মাঝে শুরু হয় আলোচনার ঝড়— দুইয়ে দুইয়ে চারও মেলান অনেকেই। অনেকে তো ভেবেই বসে আছেন মিষ্টি জান্নাতের সঙ্গে তৃতীয়বার বিবাহবন্ধনেও নাকি আবদ্ধ হতে পারেন ঢালিউড সুপারস্টার।

যদিও মিষ্টি শাকিবের দিকে দায় ঠেলে দিয়েছেন। অভিনেত্রী বলেন, আমি কোনো রহস্য নিয়ে কথা বলব না। শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না। সবাইকে পরিষ্কার করে বলতে চাই—নায়ক তো সারাক্ষণ নানা সাক্ষাৎকার দিচ্ছেন। সেখানেই ওকে আপনারা প্রশ্ন করুন এ বিষয়ে। তা হলেই সব মিটে যাবে।

শুধু শাকিব একা নন, দিন কয়েক আগে সংবাদমাধ্যমের কাছে সালমান খানের সঙ্গে কাজের কথাবার্তা চলছে— এমন দাবিও করে বসেন মিষ্টি জান্নাত।

কিন্তু অভিনেত্রীর কথাবার্তায় বারবার শাকিব প্রসঙ্গে টেনে আনা নাকি পুরোটাই প্রচার কৌশল। সম্প্রতি ঢাকার অভিজাত এলাকায় একটি ব্যক্তিগত পার্টিতে হাজির হন মিষ্টি জান্নাত। সেখানেই দাবি করে বসেন প্রচারে থাকতেই শাকিবের নাম ব্যবহার করছেন তিনি। শাকিবের সঙ্গে নাম জুড়লেই নাকি হইহই হবে সংবাদমাধ্যমে। প্রচারের আলোতে থাকতেই নাকি এমন কৌশল মিষ্টির।

উল্লেখ, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে পথচলা শুরু অভিনেত্রী মিষ্টি জান্নাতের। প্রথম দিকে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও পরবর্তী সময়ে তিনি দেশের বাইরে পড়াশোনা ও ব্যক্তিগত ব্যস্ততায় অভিনয় থেকে দূরে ছিলেন।

ফের বড়পর্দায় ফেরার চেষ্টা করছেন। এ প্রসঙ্গে শাকিবের তরফে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তাকে নিয়ে একাধিক বিতর্ক। শাকিব বারবারই বলেছেন— সবার মন্তব্যের উত্তর দিলে তো কাজ করতে পারতাম না।