সম্প্রতি আইএমডিবির ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীর তালিকায় তৃতীয় হয়েছেন হানিয়া আমির। দেশ তো বটেই, মানচিত্র ফুঁড়ে বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছেন। ভক্ত-অনুসারীও কম নেই পাকিস্তানের এই অভিনেত্রীর। এবার নিজের ভক্ত-অনুরাগীদের সারপ্রাইজ দিলেন হানিয়া।
সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্টের মাধ্যমে অভিনেত্রী জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সেসব ভক্ত-অনুরাগীকে, যাদের জন্মদিন ছিল সেদিন। গত সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পার্টির কিছু ছবি দিয়ে হানিয়া আমির পোস্টটি করেন।
অভিনেত্রীকে পোস্ট করা ছবিগুলোতে তার ঘনিষ্ঠ বন্ধু সহ-অভিনেত্রী সাবিহা সাঈদ এবং ইয়াশমা গিলের সঙ্গে হাসতে ও খুনসুটি করতে দেখা যায়। এ ছবিগুলো দেখে অনেকেই ধারণা করছেন, এটি হয়তো সম্প্রতি হয়ে যাওয়া কোনো জমকালো জন্মদিনের পার্টির ছবি।
পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, প্রিন্টেড স্লিভলেস পোশাকের সঙ্গে মানানসই লাল রঙের হাফ-জ্যাকেট, কালো বুট এবং আকর্ষণীয় গহনা পরেছেন হানিয়া আমির। সঙ্গে হালকা মেকআপে তার চেহারা আরও ঝলমলে হয়ে উঠেছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—আজ যদি তোমার জন্মদিন হয়ে থাকে, তাহলে জন্মদিনের অনেক শুভেচ্ছা। এই ব্যতিক্রমী পোস্ট দেখে তার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং কমেন্ট বক্স ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন।