এই মুহূর্তে চাকরি, বাড়ি, গাড়ি সবকিছুই অর্থহীন মনে হচ্ছে: আরজে উদয়

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনার পর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন, যাদের অধিকাংশই শিশু। আহত শতাধিক। এমন হৃদয়বিদারক ঘটনায় শুধু নিহতদের পরিবার নয়, স্তব্ধ হয়ে গেছেন দেশের প্রতিটি বাবা-মাও। সন্তানদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে প্রবল আতঙ্ক।

এই অনুভূতির প্রকাশ ঘটেছে জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার আরজে উদয়ের লেখায়ও। মঙ্গলবার দুপুরে নিজের মেয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি ফেসবুকে লিখেছেন এমন কিছু কথা, যা আজ লাখো অভিভাবকের মনের কথার প্রতিধ্বনি।

উদয় লেখেন, ‘আমি ভীত..আমি আতঙ্কিত…সত্যি বলতে এই মুহূর্তে আমার চাকরি, অফিস, সেভিংস, বাড়ি গাড়ি সবকিছুই অর্থহীন মনে হচ্ছে। আমার শুধু মনে হচ্ছে, জীবনের বাকি কটা দিন আমার সন্তানগুলোকে জড়িয়ে ধরে বসে থাকি।’

এই মুহূর্তে নিজেকে একজন ভীত বাবা আখ্যায়িত করে উদয় আরও লিখেছেন, ‘বিশ্বাস করেন আমার খুব পালিয়ে যেতে ইচ্ছে করছে.. এমন কোথাও যেখানে আমি আমার বাচ্চাগুলোকে একটু নিরাপত্তা দিতে পারবো। আমি সত্যিই নিতে পারছি না! সম্ভবত আমি নিজেকে যতটা সাহসী ভাবতাম অতটা সাহসী নই, এই মুহূর্তে আমি ভয়ানক রকমের একজন ভীত বাবা।’

উদয়ের এই আবেগঘন পোস্টে অনেকেই মন্তব্য করেছেন, সান্ত্বনা দিয়েছেন তাকে। কেউ লিখেছেন, ‘এই ভয়টা এখন আমাদের সবার,’ কেউ আবার বলছেন, ‘সন্তানদের নিরাপত্তার বিষয়টি নতুন করে ভাবার সময় এসেছে।’

প্রসঙ্গত, মাইলস্টোন স্কুলে ঘটনার সময় শতাধিক শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল। যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয়, সেখানে সরাসরি আঘাত পেয়েছে বহু শিক্ষার্থী। এক মুহূর্তে সবকিছু যেন তছনছ হয়ে যায়। এই ঘটনার রেশ শুধু ভুক্তভোগীদের মাঝে নয়, দেশের হাজারো পরিবারে আতঙ্ক ও অনিশ্চয়তার ছাপ ফেলে গেছে।