স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের কবিখালীতে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের চালক রাসেল (২১) নিহত হয়েছেন। এছাড়া মোটরসাইকেলের আরোহী তারই বন্ধু শাকিল (২১) আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কবিখালী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাসেল চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামের বিল্লাল আলীর ছেলে। এবং আহত শাকিল একই এলাকার আছের আলী জোয়ার্দ্দারের ছেলে। নিহত রাসেল আলমডাঙ্গার নিগার সিদ্দিক ডিগ্রী কলেজের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত শাকিল বলেন, মোটরসাইকেলযোগে দুজন চা পান করার উদ্দেশ্যে কাথুলী বাজারে যাচ্ছিলাম। এ সময় পথের মধ্যে একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, রাসেলের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিল। হাসপাতালে আসার কিছুক্ষন পরই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া আহত শাকিলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনে ব্যবস্থা গ্রহন করা হবে।