চুয়াডাঙ্গায় জুলাই যোদ্ধাদের মাঝে ৪৬ লাখ টাকার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানে ‘সি’ ক্যাটাগরির ৪৬জন জুলাই যোদ্ধার মাঝে ৪৬ লাখ টাকার আর্থিক চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই ফাউন্ডেশনের পক্ষে এ চেক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান সঞ্চালনা করেন। সভায় সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নয়ন কুমার রাজবংশী, সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, জুলাই যোদ্ধারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় জুলাই যোদ্ধা ৫৫ জনের মধ্যে ৫১ জনের গেজেট প্রকাশিত হয়েছে এবং ৪ জনের নাম এখনও গেজেট হয়নি। এরআগে জুলাই যোদ্ধাদের মাঝে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, নাগরিক হিসেবে স্বৈরাচার হটিয়েছি। রাষ্ট্র কতটুকু করবে তাদের ব্যাপার। তবে, রাষ্ট্র দায়িত্ব নিয়েছে। ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। ঐক্যবদ্ধ থাকতে চাই। সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, নতুন বাংলাদেশে স্বপ্নদ্রষ্টা আপনারা। আপনাদের ব্যাপারে রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে। অন্তর্বর্তী সরকার যতটুক পারুক সে প্রচেষ্টা করছে। এ রাষ্ট্র বিনির্মাণে আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, যাচাই বাছাই করে জুলাই যোদ্ধাদের নামের তালিকা করা হয়েছে। ৪জনের নামে গেজেট হয়নি। ৫১জনের নামে গেজেট হয়েছে। সরকারি দপ্তরের মাধ্যমে ৪৪জনকে হেলড কার্ড দেয়া হয়েছে। ২জন জুলাই শহীদকে জেলা পরিষদ থেকে ২ লাখ টাকা করে সহযোগিতা করা হয়েছে। পবিত্র ঈদ ও পহেলা বৈশাখে খোঁজখবর রাখার চেষ্টা করেছি। ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করা হলো।