চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগের ফলাফল ৬ মাসের জন্য স্থগিত  আগামী ৪ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার: পরীক্ষায় অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগের ফলাফল ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত পরশু ৮ জুলাই হাইকোর্ট ডিভিশনের বিচারক এ স্থগিতাদেশ দেন। একই সঙ্গে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পরীক্ষায় অনিয়মের বিষয়ে তদন্ত করে আগামী ৪ সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিচারপপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

জানা গেছে, গত ২০ জুন অনুষ্ঠিত ৩৯ টি পদে চুয়াডঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২২ জুন ফলাফল ঘোষণা করা হয়। এ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তাতে উঠে আসে, লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁস, শেষ মুহূর্তে পরীক্ষার সিট প্ল্যান বদল, অনুপস্থিতদের উত্তীর্ণ করা ও মৌখিক পরীক্ষার সকালে লিখিত ফলাফল পরিবর্তনসহ নানা অভিযোগ। সংবাদ প্রকাশিত হলে হাইকোর্টে রিট করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঘরিয়া কলাগাছি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাকিল আহমেদ। শাকিল আহমেদের পক্ষে রিট প্রক্রিয়ায় অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. সানোয়ার রহমান। পরে দুদফা শুনানি শেষে গত পরশু মঙ্গলবার ৮ জুলাই হাইকোর্ট ডিভিশনের বিচারক কাজী জিনাত হক ও বিচারক আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চে পরীক্ষার ফলাফল ৬ মাসের জন্য স্থগিতের আদেশ দেয়া হয়। একই সাথে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ ঘটনার তদন্ত করে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ প্রদান করা হয়। এদিকে অনিয়ম দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।