ছাত্রদল নেতা শাহরিয়া আলম শাব্বির হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাব্বিরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে কলেজ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিদ্যুৎ এবং সঞ্চালনা করেন মেধাবী ছাত্রনেতা মো. পারভেজ ইসলাম। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খাঁন, সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও মুস্তাফিজুর রহমান, জেলা কমিটির ১নং সদস্য খালিদ হোসেন, যোগাযোগ সম্পাদক সৌরভ আরেফিন শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ইকরা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শুকুর আলী, দামুরহুদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম.ডি.কে সুলতান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ হাসান ও সুমন আলী, জেলা ছাত্রদলের সদস্য মাসুদ রানা শুভ, লিংকন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন। এছাড়াও কলেজ ছাত্রদলের উদীয়মান নেতৃবৃন্দ সিয়াম, চঞ্চল, আকাশ, রবিন, রাফিদ, সাদিক, হাবিব, সুরাইয়া জান্নাত, জুলেখা প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “ছাত্রদলের একজন সাহসী, দেশপ্রেমিক এবং মেধাবী নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে, তা শুধু অমানবিক নয়, বর্বরতার নতুন নজির।” অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে। ছাত্রদল নেতৃবৃন্দ সরকারের দমন-পীড়ন ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।