স্টাফ রিপোর্টার: চল চল ঢাকা চল। ১৯ জুলাই ঢাকা চল। এদিন ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় পৌর জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা-২ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতে আমির রুহুল আমিন পলিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে তিনি বলেন, আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবি আদায়ের লক্ষে জামায়াতের ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, মূল টার্গেট জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে। নির্বাচনের আগে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা। প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও খুনি হাসিনার বিচার করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা-১ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ও জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, পৌর নায়েবে আমির মাহবুব আশিক, আনোয়ার হোসেন, পৌর শ্রমিক কল্যাণ সম্পাদক ইমরান হোসেন সহশতাধিক নেতা কর্মীবৃন্দ