বিশেষ অঙ্গে কুকুরের কামড়, হাসপাতালে সাবেক মেসি-সতীর্থ

স্টাফ রিপোর্টার: সাবেক বার্সেলোনা খেলোয়াড় কার্লেস পেরেজ কুকুরের আক্রমণে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গ্রিসের থেসালোনিকি শহরে হাঁটতে বেরিয়ে ঘটে এই বিপত্তি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর খবর অনুযায়ী, পেরেজ তখন তার নিজের কুকুর নিয়ে হেঁটে বেড়াচ্ছিলেন। এ সময় আরেকটি কুকুর তার কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ে। সেই কুকুরকে থামাতে গিয়ে নিজেই আক্রান্ত হন তিনি। আক্রমণকারী কুকুরটি তার যৌনাঙ্গে কামড় দেয়, ফলে গুরুতর ক্ষত হয়।

কার্লেস পেরেজ ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন। তবে মূল দলের হয়ে ১৩টি ম্যাচ খেলেছেন তিনি। সে সময়ে তিনি খেলেছেন লিওনেল মেসির সঙ্গেও।

বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব সেল্তা ভিগো থেকে ধারে গ্রিসের ক্লাব আরিস লিমাসোলের হয়ে খেলছেন। মাত্র তিন সপ্তাহ আগেই আরিসে যোগ দিয়েছেন তিনি।

চিকিৎসকেরা এখন পর্যন্ত সার্জারির প্রয়োজন দেখছেন না। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুরুর দিকের কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, তার অবস্থা আশঙ্কাজনক। তবে এখন জানানো হয়েছে, তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন এবং ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন।

বার্সার জার্সিতে দুইটি গোল করেছিলেন পেরেজ। তার একটি ছিল চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে। আরেকটি গোল করেছিলেন লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ৫-২ ব্যবধানের জয়ে। পরে তিনি রোমা ও সেল্তার হয়ে খেলেছেন এবং এখন খেলছেন আরিসে।