ওসমান গণি: ঝিনাইদহের মহেশপুরে ৭নং কাজিরবেড় ইউনিয়নের জিন্নানগরের কাঁচা বাজারের বেহাল দশা, ব্যবসায়ীরা কাদায় চট বিছিয়ে বিক্রি করছেন কাঁচামাল, বৃষ্টি আসলে পানিতে ভেসে যাচ্ছে কাচামাল, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। গত শুক্রবার বিকালে সরেজমিনে গেলে দেখা যায়, জিন্নানগরের কাঁচা বাজারের বেহাল দশা, চট ব্যবসায়ীরা পানি আর কাদার জন্য চট বিছিয়ে ব্যবসা করতে পারছেন না। বিএনপির থানা কমিটির তাঁতি বিষয়ক সম্পাদক অলিয়ার রহমান সাংবাদিকদের জানান, মহেশপুর উপজেলায় ৩টা বড় বাজার আছে তার মধ্যে জিন্নানগর বাজার একটি। কিন্তু এই বাজারে কোনো উন্নতি নেই, পানি নিষ্কাশনের কোনো ব্যাবস্তা নেই। তাই অল্পতেই কাদা হয়ে যায়। চট ব্যবসায়ীরা কাঁচামাল বিক্রি করতে পারে না, বৃষ্টি আসলেই কাঁচামাল পানিতে ভেসে যায়। তাই ভেজা মাল ব্যবসায়ীরা বিক্রি করতে পারে না। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। তিনি আরও বলেন ১২ লাখ টাকায় বাজার ডাক নিলেও পানি আর কাঁদার কারণে চট ব্যবসায়ী কমে যাচ্ছে আর টাকা কম হচ্ছে। এই বাজারে অবৈধভাবে সরকারি জমি দখল করে প্রভাবশালীরা অনেক দোকান তৈরি করেছে। যার কোন মালিকানা নেই। এসিল্যান্ড অফিস থেকে সার্ভে করে গেছে কিন্তু কাজ হয়নি। তিনি দ্রুত কাজ হওয়ার জন্য আহ্বান করেন। স্থানীয় পলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, জিন্নানগরের বাজারে বাজার করা অনেক কষ্টের বিষয় কাদা আর পানির কারণে বাজার করা যাচ্ছে না। আমরা দ্রুত এই বাজারে সংস্কার চাই। চট ব্যবসায়ী হাকিম আর আনোয়ার বলেন, আমরা চট ব্যবসায়ীরা পানি আর কাদার কারণে ব্যবসা করতে পারছি না। বৃষ্টি আসলে মাল ভাসিয়ে নিয়ে যায়। কাদা লাগে পরে সেই মাল আর কেউ নেয় না বিক্রিও হয় না। সন্ধ্যার সময় কম দামে দিয়ে চলে যেতে হয়। তিনি বাজারের মধ্যে পানি নিষ্কাশনসহ উঁচু করে ছলিং করার জন্য আহ্বান জানান।