সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন ও প্রতিবাদসভা

জীবননগর ব্যুরো: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর বাসস্ট্যান্ডে মুক্তমঞ্চে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু। মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মী ছাড়াও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। প্রতিবাদ সমাবেশ হতে সাংবাদিক নেতৃবৃন্দ দাবি করে বলেন, সাংবাদিক তুহিন হত্যাকা-ের সাথে জড়িতদের সিসিটিভি ফুটেজের বাকি জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিচারে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও জীবননগর প্রেসক্লাবের সদস্য আবু সাহেব হত্যাকা-ের বিচার দ্রুত শেষ করার জন্য আহ্বান জানানো হয়। প্রতিবাদ সমাবেশে দৈনিক চুয়াডাঙ্গার সম্পাদক ও প্রকাশক শেখ আব্দুল আজিজ, প্রেসক্লাবের সহ-সভাপতি নারায়ণ ভৌমিক, সহ-সম্পাদক রায়হান উদ্দিন, সাংবাদিক আকিমুল ইসলাম, মাজেদুর রহমান লিটন, হুমায়ন কবির, মিঠুন মাহমুদ, মুন্সি খোকন, মহিবুল ইসলাম মুকুল, জাহাঙ্গীর আলম, বশির উদ্দিন বিশ্বাস, আব্দুল করিম ও তুহিনুজ্জামান বক্তব্য রাখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সেক্রেটারি মাওলানা লুৎফর সরকার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সভাপতি মাওলানা আজিজুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সেক্রেটারি আবু সাইদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। চাঁদাবাজের একটি লাইভ প্রোগ্রাম করায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।