মেহেরপুরের প্রাকৃতিক সৌন্দর্যের আঁধার ‘ওয়াকিলের বিল’

মেহেরপুর অফিস:মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর, মোনাখালী ও ভবনন্দপুর—এই তিন গ্রামের সীমানাজুড়ে বিস্তৃত ওয়াকিলের বিল। সবুজ প্রকৃতির বুকে গড়ে ওঠা এই জলাভূমি যেন গ্রামীণ জীবনের এক অনন্য স্পন্দন।

ভোরের আলো ফুটতেই পানির বুকে ভেসে ওঠে লাল, সাদা আর গোলাপি শাপলা-পদ্ম। ফুলের সৌরভ আর পাখির কিচিরমিচিরে বিলের নীরবতা ভেঙে ওঠে এক অপূর্ব প্রাণচাঞ্চল্যে। সাম্প্রতিক সময়ে এখানে বেড়েছে বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা। অতিথি পাখির পাশাপাশি স্থানীয় পাখিরাও দলবেঁধে আসে—কেউ পানিতে ভেসে থাকে, কেউবা মাছ শিকার করে।

স্থানীয়দের সূত্রে জানা যায় , একসময় বিলটি ছিল শুধুই মাছধরা ও কৃষিকাজের ক্ষেত্র। বর্তমানে এটি প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। বিশেষ করে শীত মৌসুমে দূরদূরান্ত থেকে মানুষ এখানে ভিড় জমায় শাপলা-পদ্ম আর পাখির সৌন্দর্য উপভোগে।

এলাকাবাসীর দাবি যে, সরকারি উদ্যোগে সঠিক পরিচর্যা ও সংরক্ষণ করা গেলে ওয়াকিলের বিল একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে। এতে যেমন এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, তেমনি সংরক্ষিত থাকবে বিলের জীববৈচিত্র্যও।