অনলাইনে ব্রিকস সম্মেলনে অংশ নেবেন পুতিন: ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন ব্রিকস সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবেন। পূর্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে তাস বার্তাকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানান।

তিনি বলেন, ‌‌‘কয়েক দিনের মধ্যেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট পুতিন এতে ভিডিও লিঙ্কে যোগ দেবেন।’

এর আগে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশটি একটি বিশেষ অনলাইন ব্রিকস সম্মেলন আহ্বান করার পরিকল্পনা করেছে। আগামী ৮ সেপ্টেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার অংশীদারদের সঙ্গে বহুমেরু বিশ্বব্যবস্থার প্রতি হুমকি এবং যুক্তরাষ্ট্রের শুল্ক ও নিষেধাজ্ঞা পদক্ষেপের বিরুদ্ধে যৌথ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবেন।