অপরাধে জড়িয়ে ফেরত আসা প্রবাসীদের শাস্তির আওতায় আনছে পাকিস্তান

বিদেশে অপরাধে জড়িত হয়ে ফেরত আসা প্রবাসীদের শাস্তির আওতায় আনছে পাকিস্তান। নতুন নীতিতে এসব নাগরিকের ওপর পাঁচ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং তারা এই সময়ে নতুন পাসপোর্টও পাবেন না। বৃহস্পতিবার দেশটির শীর্ষস্থানীয় দৈনিক দ্য নিউজ এ তথ্য প্রকাশিত হয়।

নতুন পাসপোর্ট কন্ট্রোল লিস্ট নীতিতে কী আছে?

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সিনেটে লিখিত বিবৃতিতে জানান, বহিষ্কৃত নাগরিকদের নাম বিশেষ পাসপোর্ট কন্ট্রোল লিস্টে (পিসিএল) অন্তর্ভুক্ত করা হবে। তালিকায় নাম উঠলে তারা পাঁচ বছর পর্যন্ত নতুন পাসপোর্ট পেতে বা বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

কারা পড়বে এ নিষেধাজ্ঞার আওতায়?

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী— যেসব পাকিস্তানি অপরাধমূলক কর্মকাণ্ড, অবৈধ কার্যকলাপ বা অন্য কোনো ‘অগ্রহণযোগ্য’ কর্মকাণ্ডের কারণে বিদেশ থেকে বহিষ্কৃত হয়েছেন, কেবল তারাই এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। সাধারণ বহিষ্কারের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।

মেয়াদ বাড়ানোর সুযোগ

নীতিমালায় বলা হয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে এ নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের বেশি সময়ের জন্যও বাড়ানো যেতে পারে। তবে সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে আনুষ্ঠানিকভাবে লিখিত আবেদন ও যথাযথ কারণ দেখাতে হবে।

সরকারের উদ্দেশ্য

পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতোমধ্যেই নীতিমালাটি অনুমোদন দিয়েছে। সরকারের ব্যাখ্যায় বলা হয়েছে, বিদেশে অসদাচরণ বা অপরাধে জড়িত হয়ে ফেরত আসা নাগরিকদের কার্যকলাপ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করাই এ পদক্ষেপের মূল উদ্দেশ্য।

এই পদক্ষেপের মাধ্যমে বিদেশে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল বলে মনে করছেন বিশ্লেষকরা।