ইতালিতে সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশি আটক

মাথাভাঙ্গা মনিটর: ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পালেরমোতে সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে দেশটির পুলিশ। আদালতের নির্দেশে তাদের গৃহবন্দি রাখা হয়েছে এবং শরীরে ইলেকট্রনিক জিপিএস ট্র্যাকার পরানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, আটককৃত দুই যুবকের নাম হিমেল আহমেদ (২১) ও মুন্না তফাদার (১৮)। তবে ইতালির আইন অনুযায়ী আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জিহাদের ডাক দেয়ার অভিযোগে গত শুক্রবার তাদের আটক করা হয়। ইতালির ভাইস প্রেসিডেন্ট ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলেন, এই দেশে কোনো সন্ত্রাসীর জায়গা নেই। যত দ্রুত সম্ভব আদালতের আদেশ অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।