ইসরাইলকে এবার ধ্বংসাত্মক পরিণতির হুঁশিয়ারি ইরানের

মাথাভাঙ্গা মনিটর: ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদুর রহিম মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদী সরকার (ইসরাইল) যদি আরেকটি ভুল পদক্ষেপ নেয়, তাহলে তাদের জন্য শক্তিশালী ও ধ্বংসাত্মক সামরিক প্রতিশোধ অপেক্ষা করছে। গত পরশু শুক্রবার তেহরানে আয়োজিত প্রয়াত আইআরজিসি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হোসেইন সালামির স্মরণসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। মুসাভি জোর দিয়ে বলেন, ইসরাইলের দিক থেকে হামলা শুরু হওয়ার পর ইসলামী বিপ্লবের নেতার (আয়াতুল্লাহ আলী খামেনি) প্রথম নির্দেশ অনুসারে পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল। যুদ্ধে বিরতির কারণে এটি স্থগিত করা হয়। তবে তিনি বলেছেন, এই পরিকল্পনা তাৎক্ষণিক ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। ইরানি জেনারেলের এই হুঁশিয়ারি তেহরানের এই বার্তাকে আরও জোরদার করে যে— ভবিষ্যতে কোনো উত্তেজনা হলে জোরালো ও অপ্রত্যাশিত প্রতিশোধ নেয়া হবে।