ইসরাইলি হামলায় গাজায় নিহত আরও ৩৭ ফিলিস্তিনি

মাথাভাঙ্গা মনিটর: গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি সেনাবাহিনীর টানা হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন বেসামরিক মানুষ মানবিক সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায় নিহত হন। ইসরাইলি বাহিনী শুক্রবারের সবচেয়ে ভয়াবহ হামলার একটি চালায় দক্ষিণ গাজার খান ইউনুস শহরের পূর্ব অংশে আল-তাহলিয়া রাউন্ডঅ্যাবাউটের কাছে খাদ্য সহায়তার জন্য অপেক্ষায় থাকা মানুষদের ওপর। এতে ১৫ জন নিহত ও অন্তত ৯০ জন আহত হন। ইহুদিবাদী ইসরাইল আরেকটি হামলা চালায় খান ইউনুসের পশ্চিমাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় টিবা টাওয়ারসের কাছে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে। এতে নারী ও শিশুসহ ৮ জন ফিলিস্তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা আনাদুলুকে জানান, আশ্রয়কেন্দ্রটিতে এ হামলায় নিহতদের বেশিরভাগই একই পরিবারের সদস্য। হামলায় আরও অনেক মানুষ আহত হয়েছেন।