একদিনে আরও ১১৫ ফিলিস্তিনিকে হত্যা ইসরাইলের

মাথাভাঙ্গা মনিটর: গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি সামরিক হামলায় অন্তত ১১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৯২ জনকে গুলি করে মারা হয়েছে। তারা বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা গ্রহণের জন্য অপেক্ষা করছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। প্রতিবেদন অনুযায়ী, উত্তর গাজার জিকিম (তরশরস) চেকপয়েন্টে সহায়তা গ্রহণের অপেক্ষায় থাকা ৭৯ জন ফিলিস্তিনি নারী-পুরুষ ও শিশুকে গুলি করে হত্যা করে বর্বর ইসরাইলি বাহিনী। অন্যদিকে দক্ষিণে রাফাহ ও খান ইউনিসে খাদ্য বিতরণ পয়েন্টে নিহত হয়েছেন আরও ১৩ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও ১৯ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।