এক ইরানি নারীর বিরুদ্ধে ১১ স্বামীকে হত্যার অভিযোগ

মাথাভাঙ্গা মনিটর: ইরানে কোলসুম আকবারি নামের এক নারী তার ২২ বছরেরও বেশি সময় ধরে ১১জন স্বামীকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগে হত্যা করার অভিযোগে উঠেছে। তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, তার বয়স এখন ৫০-এর কোঠায় হলেও ভুক্তভোগীদের পরিবারের দাবি— আসল বয়স আরও বেশি। আদালতে তার বিরুদ্ধে ১১টি প্রথম ডিগ্রির হত্যাকা- এবং একটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, ২০০১ সাল থেকে শুরু করে আকবারি বয়স্ক পুরুষদের টার্গেট করতেন। তাদের সঙ্গে বিয়ে করে ধীরে ধীরে বিষ প্রয়োগে হত্যা করতেন। তার উদ্দেশ্য ছিল— উত্তরাধিকার, দেনমোহর এবং বিবাহ-পরবর্তী সম্পদ অর্জন। প্রসিকিউটরদের দাবি, তিনি এতটাই সাবধানে কাজ করতেন যে, অধিকাংশ মৃত্যুই স্বাভাবিক বলে ধরে নেয়া হতো।